শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

বানিয়াচং বড় বোনের জন্ম নিবন্ধনে প্রবাসীর সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে

বানিয়াচং প্রতিনিধিঃ শুক্রবার তখন রাত ১০টা। ওই সময় বড় বোনের জন্ম নিবন্ধনে ব্যবহার করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে বিয়ে আয়োজন করেন স্বজনরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কাজী অফিসে হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বর ও কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে।

জানা যায়, যাত্রাপাশা গ্রামের বশির উদ্দিন আনোয়ারের মেয়ে ও যাত্রাপাশা জুনিয়র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে একই উপজেলার মজলিশপুর গ্রামের জমির উদ্দিনের প্রবাসী ছেলে রায়হানের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু মেয়ে বয়স কম হওয়ায় তার বিবাহিত বড় বোন খাদিজার নামের জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করছিলেন অভিভাবকরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ কাজী অফিসে হানা দেন। এ সময় বাল্যবিয়ের দায়ে বরের বাবা জমির উদ্দিন ও কনের বাবা বশির উদ্দিনকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, অভিযোগ পেয়ে বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিয়ে বন্ধ করে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.