শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ  হবিগঞ্জের বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ২ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনের আধুনিক ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম, শাহানারা আক্তার মিতা ও তানজিনা আক্তার দীনার সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। সরকার চাচ্ছে নতুন প্রজন্ম শিক্ষা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তিসহ বহুমুখী শিক্ষায় গড়ে উঠুক। বিশ্বায়নের যুগে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে উঠা ছাড়া কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন- আমবাগান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, লেখক ও গবেষক উপাধ্যক্ষ কাজী মুফতি আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।

অপরদিকে উক্ত অনুষ্ঠান শেষে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.