শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে আরফান মিয়া, ৫নং দৌলতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, ৬নং কাগাপাশা ইউনিয়নে মো. আব্দুল মজিদ, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ, ৮নং খাগাউড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ শওকত আরেফীন শওকত সেলিম, ৯নং পুকড়া ইউনিয়নে মো. নানু মিয়া, ১০নং সুবিদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয় কুমার দাশ, ১১নং মক্রমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আহাদ মিয়া, ১২নং সুজাতপুর ইউনিয়নে মো. আব্দুল কুদ্দুছ, ১৩নং মন্দরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামছুল হক, ১৪নং মুরাদপুর ইউনিয়নে শেখ মিজানুর রহমান ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ ফজলুর রহমান খান।

তবে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

জানা গেছে, উপজেলার ১৪টি ইউপি’র চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ ১৪টি ইউপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড বানিয়াচং উপজেলার ১৪টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.