শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

বাহুবলে ঋণগ্রস্থ হয়ে বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ বাহুবল উপজেলায় মো. মাজু মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিষাক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঋণগ্রস্থ থাকার হতাশায় বিষপানে আত্মহত্যা করেছেন বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার (৮ জানুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজু মিয়া মারা যান। তিনি বাহুবল উপজেলার আশাতলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও স্নানঘাট ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাজু মিয়া বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে বাইরে থেকে ঘরে ফিরে স্ত্রীর কাছে পানি চেয়ে পান করেন। এর কিছুক্ষণ পর তিনি বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকেন। এ সময় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে রেফার করেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা গেছেন। পরিবারের বরাত দিয়ে বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অলিউর রহমান জানান, মাজু মিয়া মাছের ব্যবসা করতেন ও এক পর্যায়ে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। এজন্য তিনি হতাশায় ভোগে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মাজু মিয়া বর্তমান ইউপি সদস্য কিন্তু এবারের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.