শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

বাহুবলে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

ইশতিয়াক শোভনঃ হবিগঞ্জের বাহুবলে সড়কে পড়ে যাওয়া গোখাদ্য উঠাতে গিয়ে বাসচাপায় প্রাণ গেছে আলকাছ মিয়া লাদেন নামে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবীকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাদেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে গোখাদ্য নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরভীকোণার চারগ্রাম নামক স্থানে পৌঁছান। এ সময় তার মোটরসাইকেলে থাকা গোখাদ্যের বস্তাটি পড়ে গেলে সাইকেলটি থামিয়ে উঠানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক পেছন দিক থেকে আসা দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। খবর পেয়ে উত্তেজিত জনতা বাসচালকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

বিষয়টি জানতে পেরে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

ওসি জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.