বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বি‌পিএল খেল‌বেন প্রথম ব্রিটিশ বাংলাদেশী ক্রিকেটার রবিন

যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে নিজ মাতৃভূ‌মি যা‌চ্ছেন প্রথম বাংলা‌দেশী বং‌শোদ্ভূত ইংল্যান্ড জাতীয় দ‌লের ক্রিকেটার রবিন দাস। তি‌নি খেলবেন ঢাকা ডমিনেটরসের হ‌য়ে।

কাউ‌ন্টি দল এ‌সেক্স’র ব্যাটার র‌বিন দাস বিপিএল-এ নাম লেখায় ই‌তিম‌ধ্যে আ‌লোচনায় চ‌লে এ‌সে‌ছেন।

‌গেল বছর জুন মা‌সে প্রথম ব্রি‌টিশ বাংলা‌দেশী হি‌সে‌বে লর্ডস টে‌স্টে নিউ‌জিল্যা‌ন্ডের বিপ‌ক্ষে বদ‌লি খে‌লোয়ার হি‌সে‌বে মা‌ঠে না‌মেন র‌বিন। বদ‌লি খেলোয়ার হি‌সে‌বে নাম‌লেও আ‌লোচনায় আ‌সেন তি‌নি।

এবার প্রথম থে‌কেই বিপিএল’র নবম আস‌রে খেল‌বেন র‌বিন এমন আ‌লোচনা ছিল। বি‌দেশী কোটায় বি‌পিএল ড্রা‌ফটে নামও দেন। প্রথম উ‌পে‌ক্ষিত থাক‌লেও শেষ পর্যন্ত তাঁর দি‌কে হাত বা‌ড়ায় ঢাকা ডমিনেটরস। শেষ মুহূ‌র্তে ঠিক বি‌পিএল শুরুর আ‌গে তা‌কে দ‌লে ভি‌ড়ি‌য়ে‌ছে দল‌টি।

ঢাকা ড‌মি‌নেটরস তা‌দের ফেসবুক পে‌জে এই তরুণ প্র‌তিভাকে স্বাগত জানি‌য়ে লি‌খে‌ছে, ‘ব্রিটিশ বাংলাদেশি ক্রিকেটার রবিন দাস এখন একজন ডমিনেটর।’

২০০২ সালে রবিনের জন্ম ইংল্যান্ডের লেটোনস্টোনে। তাঁর বাবা মৃদুল কা‌ন্তি দাসের বা‌ড়ি বাংলাদেশের সুনামগঞ্জ শহ‌রের উ‌কিলপাড়ায়। তি‌নি লন্ড‌নের বাঙা‌লিদের ম‌ধ্যে মেম সা‌হেব রেস্টু‌রে‌ন্টের ‘মৃদুল দা’ হি‌সে‌বে প‌রি‌চিত।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.