শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। সেই সাথে ফেন্সিডিল বহনে মোটরসাইকেলসহ আকমল হোসেন (৩২) নামে ১ জনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালিনা করে। অভিযানে বিয়ানীবাজার থানার চারখাই বাজারে ওই ব্যাক্তিকে আটক করে।
এসময় আটক ব্যক্তির কাছ থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনে মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এসআই ফয়সাল বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.