বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বীর নিবাস’ পাচ্ছেন হবিগঞ্জের ৬৩ বীর মুক্তিযোদ্ধা

ইশতিয়াক শোভনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার ‘বীর নিবাস’ পাচ্ছেন হবিগঞ্জের ৬৩ জন বীর মুক্তিযোদ্ধা। জেলার ৮টি উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলা বিশিষ্ট এই বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার।

বর্তমানে বাড়িগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। একেকটি ‘বীর নিবাস’ নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ লাখ টাকা। বর্তমানে ৬৩টি ‘বীর নিবাস’ নির্মাণ করা হলেও পরবর্তীতে উপকারভোগীদের সংখ্যা আরো বাড়তে পারে।জানা যায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ৩টি, বানিয়াচংয়ে ৮টি, নবীগঞ্জে ১০টি, বাহুবলে ৮টি, চুনারুঘাটে ৪টি, সদর উপজেলায় ৭টি, লাখাই উপজেলায় ১২টি ও মাধবপুরে ১১টি ‘বীর নিবাস’ নির্মাণ কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে।জেলা প্রশাসন জানিয়েছে, এরমধ্যে নির্মাণাধীন ঘরগুলোর ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। জেলায় আরো বেশকিছু ‘বীর নিবাস’ তৈরির প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হলেই যথাযথ প্রক্রিয়ায় কাজ শুরু হবে।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, চলমান ‘বীর নিবাস’ নির্মাণ কাজ মনিটরিং করছে জেলা প্রশাসন। কাজের গুণগত মান যেন বজায় থাকে সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। পরবর্তীতে আরো ‘বীর নিবাস’ নির্মাণ করে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.