শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

বৃটেনে কোভিডে রেকর্ড শনাক্ত ১ লাখ ২২ হাজার ১৮৬ জন

 ডেস্ক রিপোর্ট  বৃটেনে কোভিডের দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার দেশটিতে ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের কোভিড শনাক্ত হয়। মহামারির প্রথম থেকে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এদিন দেশটিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। এক সপ্তাহ পূর্বে সেসময়কার হিসাবে রেকর্ড ৯৩ হাজার ৪৫ জনের কোভিড শনাক্ত হয়েছিল বৃটেনে।

স্কাই নিউজের খবরে জানানো হয়েছে, শুক্রবার নতুন করে আরও ২৩ হাজার ৭১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বৃটেনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৬২৫ জনে। গত বৃহস্পতিবার দেশটিতে ৬ লাখ ৬ হাজার জনকে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া হয়েছে।

এরফলে মোট বুস্টার ডোজ নেয়া বৃটিশের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২২ লাখ ৯১ হাজার জনে। অর্থাৎ, দেশটির ১২ বছরের বেশি বয়স্ক জনসংখ্যার ৫৬ শতাংশই এখন বুস্টার ডোজ নিয়েছে।

এদিকে বৃটিশ গবেষক ড. জেনি হ্যারিস বলেন, যখন বড়দিনের উৎসব চলছে তখন আরও বেশি করে পরীক্ষা করা উচিৎ। কারণ এখন পাওয়া তথ্যগুলো হয়তো আসল পরিস্থিতি তুলে ধরছে না। দেশটিতে বড় দিন ও বক্সিং ডে তে সংক্রমণ সংক্রান্ত কোনো অফিসিয়াল ঘোষণা দেয়া হবে না।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.