বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

মাদক দমনে তরুণ সমাজকে খেলাধূলায় যুক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, পুলিশের পক্ষে একা মাদক দমন সম্ভব নয়; জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং পরিবারের লোকদের পুলিশের পাশাপাশি কাজ করতে হবে।
গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই ম্যাচের আয়োজন করে।
সংসদ সদস্য আরও বলেন, দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাঁদের খেলাধূলায় বেশি করে যুক্ত করতে হবে। এজন্য সরকার দেশে বছরব্যাপি নানা ইভেন্টে খেলাধূলা আয়োজন করে থাকে। ইতোমধ্যে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামসহ ক্রীড়াক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকা-ের তথ্য তুলে ধরে তিনি সকলকে খেলাধূলায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারি পরিচালক সাজেদুল হাসান প্রমুখ।
গোলশূণ্য ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারে শায়েস্তাগঞ্জ উপজেলাকে হারিয়ে হবিগঞ্জ সদর উপজেলা জয়ী হয়েছে। পরে এমপি আবু জাহির খেলার পুরস্কার বিতরণ করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.