শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

মাধবপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে স্বামী আব্দুল হামিদ নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন স্ত্রী হালিমা খাতুন।

আজ রোববার (২৮ মে) বিকেলে বাকসাইর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা ও আন্দিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাজ শেষে তার স্বামী ব্যবসায়ী আব্দুল হামিদকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে যাবার সময় বাকসাইর নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী ২ জনই গুরুতর আহত হন।

আশংকাজনক অবস্থায় শিক্ষিকার স্বামী আব্দুল হামিদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং শিক্ষিকা হালিমা খাতুনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.