বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৭

ইশতিয়াক শোভনঃ  ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে সুশান সিএনজি পাম্পের পাশে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী ময়মনসিংহের মো. সাগর শিকদার সূত্রে জানা যায়, টাংগাইল থেকে ছেড়ে আসা সিলেটগামী শাহপরান পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫১৭) একটি বাস রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের
পৌরসভার ৪নং ওয়ার্ডের সুশান সিএনজি পাম্পের কাছে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঝিনাইদহ ট-১১-১০৮৪) পিছনে বেপরোয়া গতিতে ছুটে এসে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রাকের পিছনে ডুকে গিয়ে দুমড়েমুচড়ে ৭ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, টাঙ্গাইল ঘাটাইলের মো. রাসেল (১৮), আফরোজা (১৪),মাহবুবুর রহমান (২৩), আতাউর রহমান (২৫), টাঙ্গাইল মধুপুরের এলজয়েড সোম (২১), ময়মনসিংহ হালুয়াঘাটের আরিফুল ইসলাম (৪০) এবং সিলেট সুনামগঞ্জের মো. রহিম(২৫)। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মো: মোস্তফা কামালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রæত উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহসড়কে যানজটের সৃষ্টি হয়। মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান ও এসআই মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ও মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.