শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

মাধবপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছেশুক্রবার বিকেলে মাধবপুর থানার আয়োজনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ((মাধবপুর-চুনারুঘাটের সার্কেল) মুহসীন আল মুরাদ।

মাধবপুর থানার সভাকক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মাঈন উদ্দীনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিষ চন্দ্র দেব ,ডাকবাংলো মসজিদের খতিব এহতেশামুল হক, থানা মসজিদের খতিব মাওলানা সফিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস, সম্পাদক লিটন রায়, পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি জগদীশ ঘোষ, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মোহাম্মদ সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ((মাধবপুর-চুনারুঘাটের সার্কেল) মুহসীন আল মুরাদ বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এ চেতনা ধারণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যখন উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই একটি মহল সম্প্রীতি বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এদের ষড়যন্ত্র রুখতে আমরা পুলিশ বদ্ধ পরিকর।’

তিনি সম্প্রীতি রক্ষায় সকল মহলের সহযোগীতা চেয়েছেন।সম্প্রীতি সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.