বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মানুষকে বাচাঁতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. জয়নুল আবেদিন

ইশতিয়াক শোভনঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন-দেশের মানুষ আজ ভাল নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। ১০ কেজি চাল খাওয়ানোর কথা বলে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে জনগণকে ধোঁকা দিয়েছেন। এই সরকারের লাগামহীন দুর্নীতি, জুলুম-নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এ জন্য সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বুধবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এডভোকেট জয়নুল আবেদীন বলেন- বিএনপি সরকারের আমলে চাল ছিল ১৬ টাকা কেজি, তেল ছিল ৪০ টাকা, ডাল ছিল ৪০ টাকা। আর এখন আওয়ামীলীগ সরকার দেশের মানুষকে চাল খাওয়াচ্ছে ৭০ টাকা কেজি, তেল ২০০ টাকা লিটার, ডাল ১৪০ টাকা কেজি। এই অবস্থায় দেশ চলতে পারে না। দেশের মানুষকে বাচাঁতে, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আওয়ামীলীগের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, স্বেচ্ছাবেকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম, সদস্য এডভোকেট আয়েশা আক্তার, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম। জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এম জি মোহিত, আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শামছুল ইসলাম মতিন ও গীরেন্ড চন্দ্র রায়, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মর্তুজা আহমেদ রিপন, এস এম আওয়াল, হারুনুর রশিদ হারুন, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক আহ্বায়ক সলিম উল্লাহ, সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক উস্তার খান, মিজান উদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আব্দুস শহিদ মেম্বার, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, সহ-সভাপতি আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলু, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান শেফু, সাবেক সহ সভাপতি মতিউর রহমান পিয়ারা, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজিদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, অরবিন্দু রায়, বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বশীর আহমেদ, সাবেক সভাপতি মজিবুল হোসেন মারুফ, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি হোসাইন আহমেদ রাজন, সাধারণ সম্পাদক দিদার হোসেন, মশিউর রহমান টিপু, আবদুর রহমান, আব্দুল জলিল, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক করিম সরকার, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, মিজানুর রহমান সাকিম, আ ফ ম আফজাল আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, আব্দুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, এডভোকেট আব্দুল কাইয়ুম, এমদাদুল হক বাবুল, শেখ মুখলিছুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আশরাফুল আলম সবুজ, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সচিব আলী হোসেন সোহাগ, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, তাজুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খান রাখি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি, আল আমিন তালুকদার, সৈয়দ আশরাফ আহমেদ প্রমুখ। সমাবেশে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ শাহ ফারুক আহমেদ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.