মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মারা গেছেন জনপ্রিয় লেখক উইলবার স্মিথ

নিজস্ব প্রতিবেদকঃ  বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক উইলবার স্মিথ মারা গেছেন। ৮৮ বছর বয়সে কেপটাউনে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্মিথের প্রকাশক।

এক বিবৃতিতে উইলবার স্মিথ বুকস ওয়েবসাইট জানায়, শনিবার অপরাহ্ণে মৃত্যুর সময় লেখকের পাশে ছিলেন তার স্ত্রী নিসো।

স্মিথের প্রকাশিত ৪৯টি বই বিশ্বব্যাপী ১৪০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। ১৯৬৪ সালে প্রকাশিত নিজের প্রথম উপন্যাস ‘হোয়েন দ্য লায়ন ফিডস’ তাকে দুনিয়াজুড়ে পরিচিতি এনে দেয়।

এই উপন্যাসে, সোনা উত্তোলন এবং জুলু যুদ্ধের ছায়ায় দক্ষিণ আফ্রিকার গবাদিপশুর খামারে এক তরুণের বেড়ে ওঠার গল্প করেছেন স্মিথ।

যা দ্রুত বেস্টসেলার হয়ে ওঠে বিশ্বব্যাপী। পরে এক সাক্ষাৎকারে জানান, নিজের অভিজ্ঞতাকে ভিত্তি করে উপন্যাসটি লিখেছেন তিনি।

এই জনপ্রিয় লেখকের জন্ম ১৯৩৩ সালের জানুয়ারিতে, উত্তর রোডেশিয়ায়। বর্তমানে যা জাম্বিয়া। ছোটবেলায় হ্যানরি রাইডার হ্যাগার্ড ও জন বুচানের গল্প গোগ্রাসে গিলতেন তিনি।

তবে স্মিথের নাম রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান চালনার অগ্রদূত উইলবার রাইটের নামানুসারে। ২০১৮ সালে প্রকাশিত তার স্মৃতিচারণমূলক বই ‘অন লিওপার্ড রক’-এ এমনটাই উঠে এসেছে।

উইলভার স্মিথের বিশ্বব্যাপী বিক্রিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘দ্য রিভার গড’ ও দ্য ট্রাইয়াম্ফ অব দ্য সান’।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.