বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

যেভাবে যাওয়া যাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু ১৯৯৫ সাল থেকে। শুরু থেকেই রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

তবে সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে।

বাণিজ্য মেলার নতুন এ ভেন্যুটি যেতে হলে কুড়িল ফ্লাইওভার থেকে রাস্তা ধরে প্রায় ১৩ কিলোমিটার যেতে হবে। সেখানে রয়েছে কাঞ্চন ব্রিজ বাসস্ট্যান্ড। আর কাঞ্চন ব্রিজ থেকে বা দিকে মোড় নিয়ে কিছু দূর গেলেই পৌঁছে যাওয়া যাবে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে।

সেন্টারটি ১৩শ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ২৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। ৩৩ হাজার বর্গমিটার জায়গার মাঝে মেলার জন্য ব্যবহৃত হবে প্রায় ২৫ হাজার বর্গমিটার।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.