শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২

যে তিন সময়ে পানি পান করলেই বিপদ

নিজস্ব প্রতিবেদকঃ সুস্থ থাকার জন্য পানি পানের বিকল্প নেই। তাইতো প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট পরিমাণ পানি পানের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। জানেন নিশ্চয়ই, সারা দিনে দুই লিটারের কম পানি পান করলে শরীর শুকিয়ে যেতে পারে। এক্ষেত্রে তিন-চার লিটার পানি পান করতে পারলে সবচেয়ে ভালো।

তবে তার মানে এই নয় যে, সব সময়ে পানি পান করা উচিত। কিছু কিছু সময়ে মোটেই পানি পান করা উচিত নয়। এতে বিপদ হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক কোন তিনটি সময়ে একদম পানি পান করা উচিত নয়-

ঘুমের আগে

অনেকেই পানি পান করে ঘুমোতে যান। এটি মোটেও ঠিক অভ্যাস নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। তাছাড়া প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। তাতে হৃদযন্ত্রের ক্ষতি হয়।

শরীরচর্চার পরে

এই সময়ে প্রচুর ঘাম হয়। ফলে শরীরে পানির চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে পানি পান করলে কিডনির উপর চাপ পড়ে। তাই কিছুটা সময় বিশ্রাম নিয়ে তার পরেই পানি পান করা উচিত।

ঝাল খাওয়ার পরে

খাবার খাওয়ার সময়ে ঝাল লাগলে অনেকেই পানি পান করেন। বিশেষ করে শিশুদের ঝাল লাগলে তো তাদের পানি খাইয়ে দেওয়াই হয়। কিন্তু এটি ঠিক কাজ নয়। খাবারের যে উপাদানের কারণে ঝাল লেগেছে, সেটি এর ফলে গোটা পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয়। অন্ত্রের অন্য সমস্যাও হতে পারে। ঝাল ধীরে ধীরে মুখেই সইয়ে নিলে ভালো।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.