বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

লাখাইয়ে সর্প দংশন সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা

লাখাই প্রতিনিধি, হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে লাখাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিন মজুমদারের নেতৃত্বে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
এতে স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিন মজুমদার এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান এর সঞ্চালনায় আলোচনা সভায় মেডিকেল অফিসার ডা. অর্পনা সূত্রধরসহ স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন ।

সভায় বক্তারা বলেন, ‘জনগনের মাঝে সর্পদংশন বিষয়ে গনসচেতনতা গড়ে তুলতে হবে। এ বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে।’

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.