শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

লাখাই উপজেলা জুড়ে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

লাখাই প্রতিনিধি লাখাই উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে ডায়রিয়ার রোগীরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাদের দ্বারস্থ হতে দেখে গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে একটা সিটও খালি নেই। প্রায় সিটেই নারী ও শিশু রোগীর সংখ্যা বেশী। ওয়ার্ডে দায়িত্ব নার্স এ প্রতিনিধিকে জানান, প্রতিদিন ২৫-৩০ জন ডায়রিযার রোগী আসছে। আমাদের সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমাদের দায়ীত্বের কোন অবহেলা করছি না। তারা আরো জানান যে সব রোগীর অবস্থা গুরুতর হয় সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। তিনি বলেন, হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি আছে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জগবন্ধু পালের সাথে আলাপ করলে তিনি জানান, ডায়রিয়া একটা ভাইরাস রোগ এ রোগ যে কোন সময় মহামারী আকার ধারন করতে পারে। তবে এই হাসপাতালে সরকারী ভাবে যথেষ্ট পরিমান ঔষধ মওজুদ আছে। আমরা চিকিৎসার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট ভুমিকা পালন করে থাকি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.