সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত ইজতেমার ময়দান,

নিজস্ব প্রতিবেদকঃ লাখো লাখো মুসল্লির আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি, জিকির আসকার ও তাবলীগের দেশী-বিদেশী মুরব্বিদের বয়ানের মধ্যদিয়ে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

ইজতেমা ময়দানে বার্ধক্য জনিত কারণ ও অসুস্থতার আরো তিন মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। ইজতেমার দ্বিতীয় দিনে আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে ইজতেমা ময়দানে। ইজতেমার মূল বয়ান মঞ্চে বিয়ের বর এবং কনে পক্ষের উপস্থিতিতে এ বিয়ে পড়ানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন থেকে রয়েছে। শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়ার সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম।

শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করবেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশে ইংরেজিতে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

লাইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে।

বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।

শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে এখনো মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। বাস-ট্র্রাক, নৌকা ও অন্যান্য যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেছেন। অগণিত মুসল্লির ভিড়ে অশীতিপর বৃদ্ধ যেমন রয়েছেন তেমনি তরুণ ও কিশোরের সংখ্যাও কম নয়। কনকনে ঠান্ডা বাতাস, তীব্র শীত, ধুলি সবকিছুই তাদের কাছে সহনীয় হয়ে উঠেছে। এতটুকু বিরক্তি নেই কারো মধ্যে। যদিও অনেক মুসল্লির শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে সড়কের পাশে বা নদীর পাড়ে ঠাঁই নিয়েছেন।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের  প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০শে জানুয়ারি।

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.