বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জে রাজাকারের নামে ২টি রাস্তা নামকরণ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা

লা লিগায় ১১ ম্যাচে অপরাজিত বার্সা

 ডেস্ক রিপোর্ট দায়িত্ব নেওয়ার পরই বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, এই দলটির মাঝে সম্ভাবনা আছে, তবে গুছিয়ে আনতে কিছুটা সময় লাগবে। অবশেষে ফল পেতে শুরু করেছে বার্সা। লা লিগায় গত ১১টি ম্যাচে অপরাজিত তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানেও।

আগের তিন ম্যাচেই প্রতিপক্ষের জালে চারটি করে গোল করেছিল বার্সেলোনা।

গতকাল রবিবার রাতে পয়েন্ট তালিকায় ১৪তম এলচের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামে দলটি। ম্যাচটি প্রথমে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। অবশ্য ব্যবধান আরও বড় হতে পারতো। হয়নি, ফেরান তোরেস একের পর এক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

বার্সার হয়ে দুটি গোল করেছেন ফেরান তোরেস ও মেম্ফিস। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে মেম্ফিস। এই জয়ের মধ্য দিয়ে রিয়াল বেতিসকে টপকে লিগের টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট এখন ৪৮।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.