বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে ১০ কেজি গাঁজাসহ একজন আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি,সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনবেগ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কান্তি দাস, উপ-সহপরিদর্শক (এএসআই) নাজমুল ইসলাম, দিবাস দাস ও আব্দুল অদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিগঞ্জ থানা এলাকার পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহন করার সময় ওই ব্যক্তিকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক ব্যক্তি পালিয়ে যান। পুলিশ আটক অটোরিকশার সিটের নিচ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

আটক ব্যক্তির নাম ছালিম মিয়া (৪০)। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাগলা ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ও পেশায় অটোরিকশাচালক।

শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কান্তি দাস বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী মাদক উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে থানা এলাকায় প্রতিদিন অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.