বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে নতুন সভাপতি হিসেবে নাজমুল হুদা (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। এর আগে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে রাশেদুল হাসান (দৈনিক নয়া শতাব্দী), যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালেরকণ্ঠ), কোষাধ্যক্ষ পদে হাসান নাঈম (সিলেট মিরর) ও দফতর সম্পাদক পদে জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব (দৈনিক কাজির বাজার) ও আদনান হৃদয় (দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক জায়েদা শারমীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরান হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.