মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭২ পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলায় শায়েস্তাগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সে ঘরগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি উদ্বোধনী শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৭২টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে জমির কাগজপত্র ও চাবি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, হপবিস ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর দপ্তর-কারিগরী) প্রকৌঃ মামুন মোল্লা।

বক্তব্য রাখের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, মেম্বার খলিলুর রহমান প্রমুখ।

ইউএনও নাজরাতুন নাঈম জানান, ১ম পর্যায়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫৫টি, ২য় পর্যায়ে ১৫টি ও ৩য় পর্যায়ে ২০টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। ৪র্থ পর্যায়ে প্রথমে নির্মিত ৭২টি প্রদান করা হয়েছে। পরে নির্মাণ কাজ শেষ হলে প্রদান করা হবে আরও ৪৮টি পরিবারকে উপহারের ঘর। এর সাথে সাথে শায়েস্তাগঞ্জকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।

ঘরের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তরের পর উপজেলার শেরপুর আশ্রয়ণে যান ইউএনও নাজরাতুন নাঈমসহ প্রমুখরা।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে একটি ঘরে প্রবেশ করার পর ঘুরে ঘুরে তারা আশ্রয়ণ পরিদর্শন করেন। এ সময় আশ্রয়ণবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.