মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ২ দিন ব্যাপী নাট্য ও সাংস্কৃতিক পরব সমাপ্ত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দেশ নাট্যগোষ্ঠীর সাফল্য ও গৌরবের ৩০ বছর উপলক্ষে দুই দিন ব্যাপী নাট্য ও সাংস্কৃতিক পরব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিপুল সংখ্যাক দর্শকের উপস্থিতিতে ‘নাটক ও সাংস্কৃতিক পরব’ শেষ হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালীর অগ্রভাগে ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সাবেক সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা, সহসভাপতি জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মুখলিছুর রহমান, অনুষ্ঠানের সদস্য সচিব কিতাব আলী শাহীন সহ সকল সাংস্কৃতিক কর্মীবৃন্দ। র‌্যালীতে সাংষ্কৃতিককর্মীদের গায়ে হলুদ পোষাক দর্শকদের নজর কেরেছে।
প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহির। উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, হবিগঞ্জ খোয়াই থিয়েটার এর সাধারণ সম্পাদক ইয়াছিন খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, পরিচালনা করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব কিতাব আলী শাহীন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই।


দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ, প্রকৌলশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, নাট্যব্যক্তিত্ব অনিরুদ্ধ ধর শান্তনু, বাপা হবিগঞ্জ এর সেক্রেটারী তোফাজ্জল সোহেল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।
দুই দিনের অনুষ্ঠানমালায় শিশু কিশোরদের চিত্রাংকন, সঙ্গীত, নৃত্য প্রতিযোগিতা, নাটক, গণসঙ্গীত, সঙ্গীতনুষ্ঠান পরিবেশিত হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- কিতাব আলী শাহীন, কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, ফখরুল হামিদ ও নওরীন নূর।##

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.