শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

হবিগঞ্জে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করলেন ডিআইজি মফিজ উদ্দিন

আজমিরীগঞ্জ প্রতিনিধি,শারদীয় দুর্গোৎসবে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর সন্ধ্যা সাতটায় আজমিরীগঞ্জ পৌরশহরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

এসময় ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম পৌরসভার রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন গেলে রামকৃষ্ণ মিশনের সভাপতি নিখিল চন্দ্র বনিকসহ মিশন কর্তৃপক্ষ ফুল দিয়ে ডিআইজি মফিজ উদ্দিন আহমেদকে স্বাগত জানান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী প্রমুখ।

সন্ধ্যায় পৌরশহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.