শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

শায়েস্তাগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মোঃশফিক মিয়া শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ০৬ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল হোসেন জজ মিয়া, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মোর্শেদ আলম, পৌরসভা সচিব কাজী মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, অনলাইন প্রেসক্লাবের আখলাক উদ্দিন মনসুর প্রমুখ। এছাড়া ও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব ও বিভিন্ন ব্যাক্তিবর্গগণ। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভায় বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক নাগরিকের উচিত শিশু জন্মের সাথে সাথে পৌরসভা এবং ইউনিয়ন অফিসে নিবন্ধন করলে পরবর্তীতে আর জটিলতার সৃষ্টি হবে না। প্রত্যেক পিতামাতার উচিত শিশু জন্মের সাথে সাথে নিবন্ধন করা। জন্ম নিবন্ধনের সাথে সাথে মৃত্যু নিবন্ধন করা খুবই জরুরী। জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়ারিশান সার্টিফিকেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.