শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ বাহুবলে ছাদিকুর রহমান নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ৪ পুলিশ সদস্য। এ ঘটনায় রোববার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এসআই হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, করিম ও মামুন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের প্রত্যাহার করে রোববার সন্ধ্যায় আদেশ পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে বাহুবলের লোহাখলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারকালে হাইওয়ে থানার এসআই হাসান আলী, কনস্টবল ফেরদৌস, করিম ও মামুনসহ একদল পুলিশ একটি টমটম আটক করেন। এসময় তারা
মালিক পক্ষের কাছে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় গাড়িটি থানায় নিয়ে যাবেন বলে জানান।
এ ঘটনার খবর পেয়ে সাংবাদিক ছাদিকুর রহমান ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং ছবি তোলেন। এতে ওই পুলিশ সদস্যরা সাংবাদিককে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে লাঠি চার্জ করেন। সেখান থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ খবরটি এলাকায় জানাজানি হলে তোপের মুখে পড়ে পুলিশ চলে যায়। যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.