শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রুবেল আহম্মদ মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৫ ফেব্রুয়ারী)শনিবার দুপুরে শ্রীমঙ্গল সাগর দিঘি রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি),প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা.কর্ণ চন্দ্র মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত,জেলা প্রণিসম্পদ কর্মকর্তা,ডাঃ মোঃ আব্দুস ছামাদ,উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আফজাল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছনু,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল,শ্রীমঙ্গল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সকল কর্মকর্তাসহ শ্রীমঙ্গল উপজেলা মৎসলীগ সভাপতি আসিকুর রহমান আসিক প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের মেডিসিন,গবাদী পশু,পাখি,কবুতরসহ মোট ৪০টি স্টল বসানো হয়েছে।অতিথিরা ঘুরে ঘুরে দেখেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.