শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

সমবায় ছোটকে বড় স্বপ্নে রূপান্তরিত করার মাধ্যম : এমপি মজিদ

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, সমবায় হলো ছোট স্বপ্নকে বড় স্বপ্নে রূপান্তরিত করার পন্থা। সমবায়ীদের ঐকবদ্ধ, সততা ও আন্তরিকতার মাধ্যমে সংগঠন পরিচালিত করতে হবে। যিনি সভাপতি/সাধারণ সম্পাদক তারা যদি সহজ-সরল সমবায়ী সদস্যদের সাথে প্রতারণা করেন তাহলে সমবায় সংগঠনের মূল চেতনা ব্যাহত হবে। কাজেই সংগঠনের মূল দায়িত্বশীলদের এ ব্যাপারে সৎ ও আন্তরিক হতে হবে। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ৫০তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাবরেজিস্টার মস্তোফা মো. ইসমত পাশা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সৈয়দ হোসেন।

এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীবর্গ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.