শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

খবরের শিরোনাম:

“” সাধু চুরের লজ্জা কিসে? “”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
কোদাল উঠে, মাটি কাটে,
   সোনার দেহে ঘাম ঝড়ে,
হসি কান্না সবই ভুলে,
   জীবন কাটে বৃক্ষ বেশে।
শ্রমিক নাম চিনে সবে,
    শ্রম আবার কাকে বলে?
এক কলমের খোঁচা মেরে,
  শ্রমের মূল্য চুরি করে।
চুরের ওতো লজ্জা আছে,
  ডাকাত তো ভাই ভিতু নহে।
কালো টাকার পাহাড় গড়ে,
  থাকে আবার রাজার হালে!
কাপুরুষ বলি তারে।
  সাধু চুরের লজ্জা কিসে?
দিন কাটে তার জুলুম করে।
তাদের কবে পতন হবে?
কবে বাংলা সোনার হবে।
শ্রমের মূল্য সবাই পাবে?
  বাঁচার স্বপ্ন দেখবে সবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.