শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ইসলামের প্রথম যুদ্ধ বদরে যারা শাহাদাত বরণ করেন জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী মাধবপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল হবিগঞ্জে র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ চক্রের ৩ জন গ্রেফতার সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের দাফন সম্পন্ন আজমিরীগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই শহীদ মিনার নয়, যেন ডেটিং পার্ক! নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে হত্যার পর বালিচাপা দিল ইসরায়েলি সেনারা একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের প্রতিবেদন পরিবেশদূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু

সিলেটে বিপিএল, আইনশৃঙ্খলা রক্ষায় এসএমপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৭ জানুয়ারি রংপুর বনাম সিলেটের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সিলেট পর্ব শুরু হচ্ছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলএর ৮টি ম্যাচ।

এদিকে বিপিএল সিলেট পর্বকে সামনে রেখে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এসএমপি’র সদর দপ্তর এর সভাকক্ষে টুর্নামেন্টটির আইন-শৃঙ্খলা রক্ষায় এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সদস্যগণ।

তাছাড়াও বিভিন্ন সরকারী দপ্তর এর সদস্যরাও উক্ত সভায় উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া আগত খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা প্রদানে এসএমপি পুলিশ সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.