শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-আমিন হত্যা মামলায় তিন সহপাঠীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ছাতক উপজেলার ছনুয়া গ্রামের রফিক আলীর ছেলে আক্কাছ মিয়া, চরগোবিন্দ গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, লক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক। এদের মধ্যে আক্কাছ আলী ও আজিজুল ইসলাম পলাতক রয়েছেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন,পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল কবির রুমেন, এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী।

আসামীপক্ষের আইনজীবী ছিলেন,এডভোকেট প্রসেন জিৎ দে ও এডভোকেট রমজান আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাউয়া বাজার কলেজ ক্যাম্পাসে আল-আমিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে সহপাঠী আক্কাছ, আজিজুল, সাইদুল প্রমুখের সাথে কথা-কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে ১৭ অক্টোবর দুপুরে বড়কাপন পয়েন্টে আল-আমিনকে একা পেয়ে ছুরা-চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যাকান্ডের ঘটনা ঘটায় সহপাঠীরা।

এই ঘটনায় নিহতের পিতা আনফর আলী ওরফে কাচা মিয়া বাদী হয়ে আক্কাছ আলী, আজিজুল ইসলাম ও সাইদুল হক কে অভিযুক্ত করে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য-প্রামাণ শেষে ১০ জানুয়ারি সোমবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালতে বিচারক।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.