শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

সুনামগঞ্জ আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক কাজের অগ্রগতি পরিদর্শন করেন, আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি,

কনৌজ ব্যানার্জী আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ভায়া আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টা থেকে ২ টা পর্যন্ত আজমিরীগঞ্জের জলসুখা থেকে সুনামগঞ্জের শাল্লা পর্যন্ত পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি এ সময় তিনি নব-নির্মিত রাস্তার কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিল মোহাম্মদ ফয়সল ও সড়ক ও জনপথ বিভাগের এইচ ডি ও মোঃ নজরুল ইসলামের সাথে। জানা যায়, সুনামগঞ্জের শাল্লা থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে হাওরবাসীর স্বপ্নের মহাসড়ক। সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলার সাথে সুষ্ঠু সড়ক যোগাযোগ ও উপজেলাবাসীর দূর্ভোগ কমাতে ২০১৯ ইং সনে সুনামগঞ্জ থেকে হবিগঞ্জের আজমিরীগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার।উক্ত প্রকল্পের আওতায় ২০২১ ইং সনের ফেব্রুয়ারি মাসে৭৬৯ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের শাল্লা থেকে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের কাজ শুরু হয়।এর মধ্যে ৬ কিলোমিটার হবিগঞ্জের অংশে এবং বাকি ১০ কিলোমিটার সুনামগঞ্জে।পুরো সড়কে ব্রীজ রয়েছে ১০ টি।হবিগঞ্জের অংশের কুশিয়ারার কালনী নদীর উপর সিলেট বিভাগের দীর্ঘতম ৮৮৮ মিটার ও কুশিয়ারার শাখা কোদালিয়া নদীর উপর ৪৪৪ মিটারের দু’টি বড় ব্রীজ রয়েছে। বাকি ৮ টি ব্রীজ সুনামগঞ্জের অংশে। শাল্লা – জলসুখা সড়ক নির্মাণ প্রকল্পের প্রথমে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৭৬৯ কোট টাকা।যেহেতু এটি হাওরের প্রকল্প, তাই নির্মাণকাজ ৩৫ শতাংশ শেষ হওয়ার পর প্রকল্পে বেশকিছু পরিবর্তন আনা হয়।এতে বেড়েছে প্রকল্প ব্যয়।এ ছাড়া অকাল বন্যা ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায়, কাজ চলছে ধীর গতিতে। কোন কারণে প্রকল্পের মেয়াদ আরও বাড়লে, ব্যয়ও বাড়ার শংকা করা হচ্ছে। পানির স্বাভাবিক গতির বিষয়টি চিন্তা করে ১৬ কিলোমিটার ৪২ টি স্ল্যাব কার্লভার্ট নির্মাণ করা হবে। এর মধ্যে হবিগঞ্জের অংশে আছে ২৬ টি ও সুনামগঞ্জের অংশে ১৬ টি। কার্লভার্ট গুলোর দৈর্ঘ্য রাখা হয়েছে ৯, ৬ ও ১২ মিটার। সড়ক নির্মাণের জন্য হবিগঞ্জের অংশে ২০ কোটি টাকায় ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যে কারণে প্রকল্পে কিছু পরিবর্তন এনে সম্প্রতি নূতন করে ৯৩৪ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়য়ে এটি এখনও অনুমোদনের অপেক্ষায়। হবিগঞ্জ ও সুনামগঞ্জ সড়ক বিভাগের বাস্তবায়নে মহাসড়কের নির্মাণকাজ করছে, রানা বিল্ডার্স প্রাঃ লিঃ ও মেসার্স জন্মভূমি নির্মাতা জে ভি নামে দু’টি ঠিকাদারি প্রতিষ্টান। শুরুতে কাজের অগ্রগতি ভাল থাকলেও বর্তমানে অনেকটাই থমকে গেছে নির্মাণকাজ। তাই উক্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি সহ বিভিন্ন খোঁজ-খবর নিতে আজ মঙ্গলবার পরিদর্শনে আসেন আজমিরীগঞ্জ – বানিয়াংয়ের মাননীয় সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন সহ সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশন ও সড়ক পরিবহণ উইংয়ের প্রকল্পের আওতায় উল্লেখিত সড়কটি নির্মিত হলে শুধু দু’টি উপজেলাই যুক্ত হবেনা, হাওর অঞ্চলের সড়ক যোগাযোগের নূতন দ্বার উন্মোচন হবে। এ ছাড়া সুনামগঞ্জের সাথে রাজধানী ঢাকা’র দূরত্ব কমবে অন্ততঃ ৭০ কিলোমিটার। গতি বাড়বে হাওরের অর্থনীতিরও।

You sent

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.