বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু

হবিগঞ্জে পদক্ষেপ’র আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ “যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পদক্ষেপ এর আবৃত্তি উৎসব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) শহরের আর ডি হল প্রাঙ্গণে ‘জন্মেছি বাংলায়’ শিরোনামে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ টায় পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, তাহমিনা বেগম গিনি ও পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল।

উৎসবের বিভিন্ন সময় অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড. শেখ ফজলে এলাহী, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহার শাহীন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক সাবিনা ইয়াসমিন, এডভোকেট নাজমা আক্তার চৌধুরী, সিদ্দিকী হারুন প্রমুখ।

উৎসবে নাসরিন হকের গ্রন্থনা ও নির্দেশনায় পদক্ষেপ পরিবেশনা করে ‘জন্মেছি বাংলায়’ এবং সাইমুন ইভান এর নির্দেশনায় চারুকণ্ঠ শিল্পাঙ্গন এর “তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প” পরিবেশনা করে। এছাড়াও প্রায় ৩০ জন একক আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করে তাকওয়া ও প্রাপ্তি পাল।

বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে শব্দ কথা প্রকাশনের বইমেলা ভিন্নমাত্রা যুক্ত করে। এর পূর্বে সকাল দশটায় শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.