শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

হবিগঞ্জে বাহুবল দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মানিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মানিকপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়ার সাথে একই গ্রামের রইছ উল্লাহর ছেলে আব্দুর রউফের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে মহিবুর রহমান, সজলু মিয়া, সফিক মিয়া, সাইফুল মিয়া, দুদা মিয়া, নাজমুল ইসলাম, মুকিত মিয়া, আব্দুল করিম, হারিস মিয়া, শফিক মিয়া, রাবেয়া বেগম, সামছু মিয়া, আমিন উদ্দিন, নুরুল মিয়া, আব্দুল গনি, বিলাত মিয়া, গফুর মিয়া, নজির মিয়া, লোকমান মিয়া, আব্দুল কাশেম, আইনুউদ্দিন, আব্দুর রহিম, সালেক মিয়া, রজব আলি, নজরুল ইসলাম, মর্তুজ আলী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম, উজ্জল মিয়া, দানিস মিয়া, আমিন উদ্দিন, সহিদ মিয়া, মাসুম, আব্দুল বাছির, নুরুল আমিন, আব্দুল লতিফ, আব্দুস সোবাহান ও আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.