মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

হবিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
ক্লাব সভাপতি চৌধুরী মো. ফরিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অ্যাডভোকেট মো. সফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরিফ, গোলাম মোস্তাফা রফিক সহ-সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাব সদস্য আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, নুরুল হক কবির, মুজিবুর রহমান, এসএম ফজলে রাব্বি রাসেল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সহিবুর রহমান, মোতাব্বির হোসেন, মো. আব্দুল মুহিন শিপন,শাহ আলম, আিব্দুল হান্নান চৌধুরী টিপু,আসাদুজ্জামান সুমন,নিরঞ্জন গোস্বামী শুভসহ জেলার কর্মরত গনমাধ্যম কর্মীরা। মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ এবং বাংলা নিউজ ২৪.কম প্রতিনিধি বদরুল আলমের উপর মামলা করেন নবিগঞ্জ কুর্শি কাপ হ্যাচারীর সাবেক মৎস্য কর্মকর্তা মো. আলম। পরে তাকে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় বদলী করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।

বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সকল মহলকে নিয়ে হবিগঞ্জে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। ঐ কর্মকর্তা হবিগঞ্জে ৯ বছর দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারনে বেশ কিছু লিখিত অভিযোগ করেন অনেক মৎস্যজীবি ও স্থানীয় ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান জানান গণমাধ্যম কর্মীরা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.