হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল
হবিগঞ্জের ৪টি আসনে ২৯ প্রার্থীর তথ্যাদি যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে ৪টি আসনে দাখিল করা মনোনয়ন যাচাই বাছাই করা হয়।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবলে) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। যাচাই বাছাই শেষে তাদের মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। স্ট্যাম্পের উপর হলফনামা দাখিল না করা ও স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
হবিগঞ্জ- ২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৬ প্রার্থী। তাদের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সাথে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন, অঙ্গীকারনামায় স্বাক্ষী না থাকা ও দলীয় অঙ্গীকার নামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।
হবিগঞ্জ- ৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেন ৭ প্রার্থী। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষর না থাকা, তথ্যে গড়মিল, ট্যাক্স রিটার্ণ না থাকাসহ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নে গড়মিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শাহ মো. আল আমিন, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, হলফনামায় স্বাক্ষর না থাকা ও দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে গড়মিল থাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি) প্রার্থী মোকাম্মেল হোসেন এবং ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ব্যাংক হিসাব না থাকায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।









