শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বাজেট সভা ও বনভোজন

ইশতিয়াক শোভনঃ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বাজেট সভা ও বনভোজন। বনভোজনে প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এডভ্যাঞ্চার ওয়ার্ল্ড সিলেটের শান্ত ¯িœগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা এডভ্যাঞ্চারটি। বিভিন্ন সাজে সজ্জিত এই
এডভ্যাঞ্চারটি প্রথম দর্শনেই মন কেড়ে নেয় শিশু কিশোরসহ বনভোজনে অংশগ্রহণকারীদের।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টায় হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে ২টি বাস প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন নিয়ে রওয়ানা হয়। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১২ টার দিকে বাস ২টি গিয়ে পৌঁছে এডভ্যাঞ্চারটিতে। সেখানে ক্লাব সদস্যসহ পরিবারের সদস্যদের দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রæপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার খেলাধুলা, ট্রেন ভ্রমন, দোলনা, ওয়াটার পুলসহ নানা ধরণের গেমে অংশ গ্রহন করে।
দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খানের পরিচালনায় বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের চলতি বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়। এসময় বাজেটসহ বিবিধ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি শফিকুর রহমান চেধুরী, সদস্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। এছাড়াও অন্যান্য সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, আলমগীর খান, প্রদীপ দাস সাগর, শফিকুল আলম চৌধুরী, শাকিল চৌধুরী, ফজলে রাব্বি রাসেল, এসএম সুরুজ আলী, পাবেল খান চৌধুরী, আব্দুর রউফল সেলিম, জাকারিয়া চৌধুরী, মুজিবুর রহমান, ফয়সল চৌধুরী, কাউছার আহমেদ, নায়েব হোসাইন, সাইফুর রহমান তারেক প্রমুখ।
পরে দুপুরের খাবার শেষে শুরু হয় প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে একে একে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য়সহ মোট ৩০টি পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান ২০২২ সালের বনভোজনে অংশ গ্রহন করে সফল করায় সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.