বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো স্বাধীনতার ৫৩ বছরেও হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ নবীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মাধবপুরে গরু চুরির মামলায় বিএনপি নেতা কারাগারে

হবিগঞ্জ বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহ নেওয়াজ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউ রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, খেলাধুলায় হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য রয়েছে। তাই এমন একটি আয়োজন এখান থেকে উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, খেলাধুলাকে আরো বেগবান করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে এখন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরী হচ্ছে। এর ধারাবাহিকতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ও আলেয়া জাহির কলেজের খেলোয়াড়েরা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.