বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

২৬০ বোতল মদসহ বিয়ানীবাজারে যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজারে ২৬০ বোতল মদসহ কালাম (৩৭) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর সোয়া ৬টায় উপজেলার মইয়াখালি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মইয়াখালি এলাকার মৃত মড়াই মিয়ার পুত্র কালামের বসতঘর হতে ২৬০ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, জব্দকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ করে রেখেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম বলেন, মাদকের বিস্তার রোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তারপরও মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.