ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ Logo বিদায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতন্ত্রের নেত্রী “খালেদা জিয়া” Logo তারেক রহমানের অপেক্ষায় দেশবাসী Logo হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী Logo শায়েস্তাগঞ্জে কৃষি জমির টপসয়েল বিক্রির হিড়িক, জড়িত প্রভাবশালী সিন্ডিকেট চক্র Logo হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ Logo হাদিকে গুলি: হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি Logo শায়েস্তাগঞ্জ খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা যুবদলের দোয়া মাহফিল Logo চুনারুঘাট উপজেলায় বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে বন কর্মকর্তাকে মারধরের অভিযোগ Logo হবিগঞ্জের বাহুবলে ট্রাক-চাপায় স্কুলশিক্ষক নিহত

প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

প্রয়োজনীয় সংস্কার করেই আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তাকে স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই, বিদ্যমান যে পরিস্থিতি ইতিমধ্যে সরকার তাদের প্রায় চার মাস পার হতে চললো, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন তার কাজ শুরু করেছেন। গুরুত্বপূর্ণ সমস্যাসঙ্কুল কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা মার্চ মাসে না নিয়ে কমিশন যদি এখন থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজটা শুরু করে তাহলে আগামী সর্বোচ্চ হয়ত ছয় মাসের মধ্যে হালনাগাদ করা সম্ভব।

আমরা মনে করি, সরকার দক্ষতা যোগ্যতা যদি থাকে, সরকারের কাজের ক্ষেত্রে যদি গতি আনা যায়, যদি ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা যায় বিদ্যমান পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিবর্তন, রূপান্তর বা সংস্কারগুলো সম্পন্ন করে আগামী বছররের মধ্যে (২০২৫ সাল) এই নির্বাচন করাটা সম্ভব।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। রাজনৈতিক দলসমূহসহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহবান জানান মঞ্চের সমন্বয়ক। তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

দ্রব্যমূল্যের ঊধর্বগতি রোধ করতে না পাওয়া জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, চার মাস পার হয়ে যাওয়া পরেও এখনো নিত্যপণ্যের বাজার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসে নাই। পুরনো সিন্ডিকেটের সাথে পটপরিবর্তনের পর নতুন কিছু লোকও এর সাথে যুক্ত হয়েছে। তারা বাস্তবে দেশের কোটি কোটি ভোক্তাদের এক ধরনের জিম্মি করে ফেলেছে। আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। আমরা দেখতে চাইব, সরকার এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বুধবার উচ্চ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল সংক্রান্ত রায়কে স্বাগত জানানো হয় এবং বলা হয়, এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

কর্মসূচি : দেশবিরোধী অপতৎপরতা, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র এবং দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় পুরানা পল্টনের মোড়ে বিক্ষোভ সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বক্তব্য রাখেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
১০১ বার পড়া হয়েছে

প্রয়োজনীয় সংস্কার করে আগামী বছরের মধ্যেই নির্বাচন করা সম্ভব : গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় ০৯:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

প্রয়োজনীয় সংস্কার করেই আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তাকে স্বাগত জানাই। শুধু একটা কথা বলতে চাই, বিদ্যমান যে পরিস্থিতি ইতিমধ্যে সরকার তাদের প্রায় চার মাস পার হতে চললো, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন তার কাজ শুরু করেছেন। গুরুত্বপূর্ণ সমস্যাসঙ্কুল কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা মার্চ মাসে না নিয়ে কমিশন যদি এখন থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজটা শুরু করে তাহলে আগামী সর্বোচ্চ হয়ত ছয় মাসের মধ্যে হালনাগাদ করা সম্ভব।

আমরা মনে করি, সরকার দক্ষতা যোগ্যতা যদি থাকে, সরকারের কাজের ক্ষেত্রে যদি গতি আনা যায়, যদি ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা যায় বিদ্যমান পরিস্থিতিতে প্রয়োজনীয় পরিবর্তন, রূপান্তর বা সংস্কারগুলো সম্পন্ন করে আগামী বছররের মধ্যে (২০২৫ সাল) এই নির্বাচন করাটা সম্ভব।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। রাজনৈতিক দলসমূহসহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহবান জানান মঞ্চের সমন্বয়ক। তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

দ্রব্যমূল্যের ঊধর্বগতি রোধ করতে না পাওয়া জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, চার মাস পার হয়ে যাওয়া পরেও এখনো নিত্যপণ্যের বাজার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসে নাই। পুরনো সিন্ডিকেটের সাথে পটপরিবর্তনের পর নতুন কিছু লোকও এর সাথে যুক্ত হয়েছে। তারা বাস্তবে দেশের কোটি কোটি ভোক্তাদের এক ধরনের জিম্মি করে ফেলেছে। আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। আমরা দেখতে চাইব, সরকার এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বুধবার উচ্চ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল সংক্রান্ত রায়কে স্বাগত জানানো হয় এবং বলা হয়, এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

কর্মসূচি : দেশবিরোধী অপতৎপরতা, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র এবং দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় পুরানা পল্টনের মোড়ে বিক্ষোভ সমাবেশ হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বক্তব্য রাখেন।