ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘মা’

সৈয়দ শাহান শাহ পীর

মা আজ কত দূরে
এজগত সংসার ছেড়ে চলে গেছো সেই কবে
কিন্তু রয়েছে হৃদয় জুড়ে
মা আজ কত দূরে ?
যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে সুখে থেকো
তাই আজ তুমার কথা মনে পড়ে মাগো
মা আজ কত দূরে ?
সোনার মা’গো তুমি আমার সব সাধনা
কোনো দিবস-টিবসে নয়
তুমি প্রতি দিবসে মা
মা আজ কত দূরে ?
যে ঘরে শুয়ে ঘুম পারাতে তুমি
সে ঘর বাড়ি রয়েছে এখনো
আমার ভুবনে সকলই আছে
শুধু তুমি নেই তুমি নেই কাছে
আমি উদাস তোমার স্মৃতিগুলোর কাছে
মা আজ কত দূরে ?

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
৫৪ বার পড়া হয়েছে

‘মা’

আপডেট সময় ১২:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

মা আজ কত দূরে
এজগত সংসার ছেড়ে চলে গেছো সেই কবে
কিন্তু রয়েছে হৃদয় জুড়ে
মা আজ কত দূরে ?
যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে সুখে থেকো
তাই আজ তুমার কথা মনে পড়ে মাগো
মা আজ কত দূরে ?
সোনার মা’গো তুমি আমার সব সাধনা
কোনো দিবস-টিবসে নয়
তুমি প্রতি দিবসে মা
মা আজ কত দূরে ?
যে ঘরে শুয়ে ঘুম পারাতে তুমি
সে ঘর বাড়ি রয়েছে এখনো
আমার ভুবনে সকলই আছে
শুধু তুমি নেই তুমি নেই কাছে
আমি উদাস তোমার স্মৃতিগুলোর কাছে
মা আজ কত দূরে ?