ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি আটক জরিমানার টাকা দিয়ে মুক্তি Logo মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ Logo নবীগঞ্জে ইউনিয়ন পরিষদের দ্বিমাসিক সমন্বয় সভা Logo বাহুবলে ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের Logo নবীগঞ্জে দুই শিক্ষিকা তিন বছর ধরে অনুপস্থিত, একজন ফ্রান্সে আরেকজন পর্তুগাল Logo শায়েস্তাগঞ্জ ইউএনও’র পক্ষ থেকে চাল ও কম্বল উপহার পেলেন পত্রিকার হকাররা Logo শায়েস্তাগঞ্জ ডাকাতের হামলায় নিহত হলেন ব্যবসায়ী বিএনপি নেতা মহসিন Logo বিশ্ব জলাভূমি দিবসে সুনামগঞ্জের কালনী নদীর তীরে দিনব্যাপী হাওর উৎসব Logo ডিসির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাজার কমিটি নবীগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বসেছে জনতার বাজার পশুরহাট Logo কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আইসিইউতে

রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠকের বিরতির সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলোচনা বিষয়সমূহ

ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে তিনটি বিষয়ে মতামত চেয়েছেন তা হলো:

বিশ্বব্যাপী প্রপাগান্ডার প্রতিক্রিয়া: ভারতসহ সারা বিশ্বে বাংলাদেশকে ঘিরে যে প্রপাগান্ডা চলছে, তা মোকাবিলায় রাষ্ট্রের করণীয় কী হতে পারে।

আগরতলা অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা: আগরতলায় সহকারী হাইকমিশন অফিসে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননা নিয়ে করণীয় বিষয়ে মতামত।

সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মিথ্যাচার: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মিথ্যাচার প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত।

বৈঠকের প্রধান পয়েন্ট

সরকারের পক্ষ থেকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকের এজেন্ডা তুলে ধরেন। বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর আলোচনা থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার: বেশ কয়েকটি রাজনৈতিক দল আলোচনা করেছে যে, বর্তমান বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচন না থাকলেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত।

প্রশাসনিক সেবার ঘাটতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সেবার ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।

স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষা: দলগুলো সরকারকে আশ্বস্ত করেছে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ।

সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন প্রস্তাব

বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন নেতা সংখ্যালঘু বিষয়ক একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই কমিশনের মাধ্যমে গত ৫০ বছরের বঞ্চনা, বিশেষত গত ১৬ বছরের ঘটনা বিশ্লেষণ করে এর সত্যতা বের করা সম্ভব হবে বলে মতামত প্রকাশ করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সবগুলো দল তাদের মতামত তুলে ধরছে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কী।” তিনি আরও যোগ করেন, “দু-একজন পরামর্শ দিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

এ আলোচনা ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
২৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে মতামত চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠকের বিরতির সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলোচনা বিষয়সমূহ

ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে তিনটি বিষয়ে মতামত চেয়েছেন তা হলো:

বিশ্বব্যাপী প্রপাগান্ডার প্রতিক্রিয়া: ভারতসহ সারা বিশ্বে বাংলাদেশকে ঘিরে যে প্রপাগান্ডা চলছে, তা মোকাবিলায় রাষ্ট্রের করণীয় কী হতে পারে।

আগরতলা অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা: আগরতলায় সহকারী হাইকমিশন অফিসে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননা নিয়ে করণীয় বিষয়ে মতামত।

সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মিথ্যাচার: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মিথ্যাচার প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত।

বৈঠকের প্রধান পয়েন্ট

সরকারের পক্ষ থেকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকের এজেন্ডা তুলে ধরেন। বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর আলোচনা থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার: বেশ কয়েকটি রাজনৈতিক দল আলোচনা করেছে যে, বর্তমান বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচন না থাকলেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত।

প্রশাসনিক সেবার ঘাটতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সেবার ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।

স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষা: দলগুলো সরকারকে আশ্বস্ত করেছে যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ।

সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন প্রস্তাব

বৈঠকে অংশগ্রহণকারী কয়েকজন নেতা সংখ্যালঘু বিষয়ক একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই কমিশনের মাধ্যমে গত ৫০ বছরের বঞ্চনা, বিশেষত গত ১৬ বছরের ঘটনা বিশ্লেষণ করে এর সত্যতা বের করা সম্ভব হবে বলে মতামত প্রকাশ করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সবগুলো দল তাদের মতামত তুলে ধরছে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কী।” তিনি আরও যোগ করেন, “দু-একজন পরামর্শ দিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

এ আলোচনা ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।