ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo শায়েস্তাগঞ্জের উন্নয়নে কাজ করছে ‘শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’, নতুন কমিটি গঠন Logo মাধবপুরে হজ করে বাড়ি ফেরা হল না, সড়কে নিহত ৩, আহত ৬ Logo শহীদ জিয়া স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম, সেক্রেটারী ইমন Logo নবীগঞ্জের এক মহিলার পর্নোগ্রাফি মামলায় গোয়ালা বাজারের ব্যবসায়ী কারাগারে Logo নবীগঞ্জে আর্ন্তজাতিক প্রতিরোধ পক্ষ ৯ ডিসেম্বর ২০২৪ এবং বেগম রোকেয়া দিবস ২০২৪ Logo সাংবাদিক নওরোজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে শোক সভা Logo নবীগঞ্জে দুই ভাবির পরকীয়ার বলি মোস্তাকিন: রোমহর্ষক বর্ণনা খুনির Logo বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০

শায়েস্তাগঞ্জে ছাত্রদল কর্মী স্বাধীনের ওপর হামলায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের (২৭) ওপর হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংঠনের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়া।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন (৪৮), সারোয়ার আলম এ্যানি (২৬), সালাহ উদ্দিন (৩৪), এখলাছ মিয়া (২৮), নাইমুল ইসলাম রিয়াজ (২০), ইফতি মিয়া (২২), কাজী সোহাগ (২৬), সৌরভ মিয়া (২৮), এসআই সোহাগ (২৫), কমর উদ্দিন (৫০), আতিকুর রহমান অপু (৪৬), সিরাজ উদ্দিন (৪৬)।

মামলার দায়ের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত নুরে আলম স্বাধীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সে (স্বাধীন) আহত হয়। পরে তাকে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। এ ঘটনার সুবিচার পাওয়ার আশায় তার বাবা মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

এদিকে প্রেস বার্তায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা স্বাধীনের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ ছাত্রদল । মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা দাবি জানান।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় আহত হয়। ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয়। এ মামলার আসামী পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
২০ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে ছাত্রদল কর্মী স্বাধীনের ওপর হামলায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের (২৭) ওপর হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংঠনের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়া।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন (৪৮), সারোয়ার আলম এ্যানি (২৬), সালাহ উদ্দিন (৩৪), এখলাছ মিয়া (২৮), নাইমুল ইসলাম রিয়াজ (২০), ইফতি মিয়া (২২), কাজী সোহাগ (২৬), সৌরভ মিয়া (২৮), এসআই সোহাগ (২৫), কমর উদ্দিন (৫০), আতিকুর রহমান অপু (৪৬), সিরাজ উদ্দিন (৪৬)।

মামলার দায়ের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত নুরে আলম স্বাধীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সে (স্বাধীন) আহত হয়। পরে তাকে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। এ ঘটনার সুবিচার পাওয়ার আশায় তার বাবা মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

এদিকে প্রেস বার্তায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা স্বাধীনের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ ছাত্রদল । মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা দাবি জানান।

উল্লেখ্য, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় আহত হয়। ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয়। এ মামলার আসামী পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানি।