নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও কৃষি পণ্য বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম কুমার দাশ অনুপ এর সভাপতিত্বে উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান কেষ ছইফা রহমান কাকলী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ ফরহাদজুজ্জামান মুহিত, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মিনাল কান্তি রায় মিনু, সাংবাদিক সাগর আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত।
অনূষ্ঠানে প্রধান অতিথি নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার, শেখ হাসিনা সবচেয়ে বেশি ভুর্তুকি দিচ্ছেন কৃষিখাতে।
কৃষকের ন্যায্য পাওনা, কৃষিক্ষেত্রে সার, বীজ ও যন্ত্রপাতি বিতরণে কোন ধরণের সিন্ডিকেট বা অনিয়ম করলে সেটা বরদাশত করা হবে না। ৭০% ভুতুর্কিতে ১৭ লাখ টাকার কৃষি পন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।