নবীগঞ্জে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত রুকনপুরে অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন রোকনপুর গ্রামের মৃত মফিজ উল্লার ৪ ছেলে আলী হোসেন, আমির হোসেন, আবির হোসেন, ও জাকির হোসেন।
বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পানিউন্দা ইউপি তহসিলদার তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এই মামলাটি দায়ের করেন।
এর আগে, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মাটি উত্তোলনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আমির হোসেনের নেতৃত্বে একটি অসাধু চক্র উপজেলার রুকনপুরে পাহাড় কেটে দীর্ঘদিন ধরে মাটির রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করে চক্রটি চড়া দামে বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রতিদিন ৩ থেকে ৪টি ট্রাক্টর ব্যবহার করার ফলে এলাকার রাস্তা-ঘাট ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। পাহাড় কাটায় কোনো সরকারি অনুমতি না থাকলেও চক্রের সদস্যরা নির্বিঘ্নে মাটি উত্তোলন করে আসছিল। প্রতি গাড়ি লাল মাটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যে বিক্রি করে গত কয়েকদিনে মাটি খেকো চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নবীগঞ্জে টিলা থেকে মাটি উত্তোলনের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”