ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক Logo মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল বস্তা ভর্তি টাকা! Logo রেমা-কালেঙ্গা বনে কমছে শকুন ‘বিশেষ রেস্তোরাঁতেও’ নেই খাবার Logo শায়েস্তাগঞ্জ রেলের টিকেট যেন সোনার হরিণ, জেলার ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি Logo শায়েস্তাগঞ্জে শুভ্রতা ছড়াচ্ছে সাদা বক, অভয়ারণ্য ঘোষণার দাবি Logo নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ।। Logo মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে ভুয়া লিজ ও ষড়যন্ত্রের অভিযোগ সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন Logo শায়েস্তাগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ কাভার্ড ভ্যানসহ তিনজন আটক Logo অনার্স পড়–য়া সাহুলের চিকিৎসার জন্য শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

নবীগঞ্জে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত রুকনপুরে অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন রোকনপুর গ্রামের মৃত মফিজ উল্লার ৪ ছেলে আলী হোসেন, আমির হোসেন, আবির হোসেন, ও জাকির হোসেন।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পানিউন্দা ইউপি তহসিলদার তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এই মামলাটি দায়ের করেন।

এর আগে, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মাটি উত্তোলনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আমির হোসেনের নেতৃত্বে একটি অসাধু চক্র উপজেলার রুকনপুরে পাহাড় কেটে দীর্ঘদিন ধরে মাটির রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করে চক্রটি চড়া দামে বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রতিদিন ৩ থেকে ৪টি ট্রাক্টর ব্যবহার করার ফলে এলাকার রাস্তা-ঘাট ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। পাহাড় কাটায় কোনো সরকারি অনুমতি না থাকলেও চক্রের সদস্যরা নির্বিঘ্নে মাটি উত্তোলন করে আসছিল। প্রতি গাড়ি লাল মাটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যে বিক্রি করে গত কয়েকদিনে মাটি খেকো চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নবীগঞ্জে টিলা থেকে মাটি উত্তোলনের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১০ বার পড়া হয়েছে

নবীগঞ্জে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত রুকনপুরে অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ৪ সহোদরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন রোকনপুর গ্রামের মৃত মফিজ উল্লার ৪ ছেলে আলী হোসেন, আমির হোসেন, আবির হোসেন, ও জাকির হোসেন।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পানিউন্দা ইউপি তহসিলদার তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এই মামলাটি দায়ের করেন।

এর আগে, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মাটি উত্তোলনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আমির হোসেনের নেতৃত্বে একটি অসাধু চক্র উপজেলার রুকনপুরে পাহাড় কেটে দীর্ঘদিন ধরে মাটির রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করে চক্রটি চড়া দামে বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রতিদিন ৩ থেকে ৪টি ট্রাক্টর ব্যবহার করার ফলে এলাকার রাস্তা-ঘাট ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। পাহাড় কাটায় কোনো সরকারি অনুমতি না থাকলেও চক্রের সদস্যরা নির্বিঘ্নে মাটি উত্তোলন করে আসছিল। প্রতি গাড়ি লাল মাটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যে বিক্রি করে গত কয়েকদিনে মাটি খেকো চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নবীগঞ্জে টিলা থেকে মাটি উত্তোলনের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”