নবীগঞ্জে পিতার দায়ের কোপে মেয়ে খুন,ঘাতক পিতা আটক।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক পিতা। সোমবার (২৭ অক্টোবর) বিকেল দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম পূর্ণিমা রানী দাস (২৫)। তিনি ওই গ্রামের মতিলাল দাসের মেয়ে।
নিহত মেয়ের নাম পূর্ণিমা রানী দাস (২৫)। তিনি ওই গ্রামের মতিলাল দাসের মেয়ে। পূর্ণিমার দুইটি শিশু সন্তান রয়েছে- এক ছেলে ও এক মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমার স্বামীর বাড়ি বানিয়াচং উপজেলার ছন্দলপুর গ্রামে। তার চলাফেরা ও আচরনের কারণে প্রায় ছয় মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। পূর্ণিমার চলাফেরা ও আচরণ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল। কয়েকদিন আগে তিনি এক ছেলের সাথে ঢাকা চলে গিয়েছিলেন, পরে পরিবার তাকে ফিরিয়ে আনে।
সোমবার সকালে পূর্ণিমা নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় পিতা মতিলাল দাস দা দিয়ে তার গলায় কোপ দেন। আহত অবস্থায় তিনি নিজেই গ্রাম পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।পুলিশ খবর পেয়ে মতিলালকে আটক করে।পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মতিলাল দাস একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি নিয়মিত ধর্মীয় সংগীত পরিবেশন করেন ও গীতা পাঠ করেন। মেয়ের আচরণে দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন তিনি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, “মানসিক যন্ত্রণার কারনেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
























