ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানিয়াচংয়ের সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি (৪) কে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
এসময় রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় আর বেশ কয়েকজন আহত হন। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, দিনারপুর কলেজের সামনে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এখানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
নিহত মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
০ বার পড়া হয়েছে

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানিয়াচংয়ের সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি (৪) কে নিয়ে নবীগঞ্জ উপজেলার দিনারপুর আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
এসময় রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় আর বেশ কয়েকজন আহত হন। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, দিনারপুর কলেজের সামনে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এখানে একটি জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
নিহত মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।