নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ জন শুন্য যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক
নবীগঞ্জের এক নতুন পরিবেশের সাথে দুইদিন ধরে বসবাস করছেন। সকাল থেকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ টহল চলছে। শহরে সুনশান নীরবতা। সব দোকান পাট বন্ধ, কেনা বেচা নেই শহরে। জন শুন্য নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ। পুর্ব তিমিরপুর,পশ্চিম তিমির পুর, চরগাও, আনমনু, রাজাবাদ, নোয়াপাড়া ও পিরিজপুর এসব গ্রামে যৌথবাহিনী অভিযান দিয়ে এখন ১৩ জনকে আটক করেছে। এঘটনায় এখনও মামলা হয়নি। সংঘর্ষের সময় নবীগঞ্জ শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে অন্তত ২০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ১৪৪ ধারা বর্ধিত করা হয়েছে। ঘটনা নিস্পত্তির জন্য গতকাল বুধবার দুপুরে শহরের বাহিরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দিন ধরে সব দোকান পাট বন্ধ, কেনা বেচা নেই শহরে। জন শুন্য নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ। যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক॥ সালিশ প্রক্রিয়ার জন্য বৈঠক অনুষ্ঠিত। ২০ কোটি টাকার অগ্নিকান্ড॥